Sunday 31 March 2013

আমি ভবঘুরে

এলে তুমি আমার কাছে ঝড়ো  হওয়ার মত
স্বপ্নগুলো তখন আমার দুলছে অবিরত ।
ভাবনা ছিল চিন্তাশীল, আর চিন্তা বহুদূরে -
মেলার মাঠের চার-আনার একলা ভবঘুরে ।
তোমার ডানায়  ভর করে দিগন্ত ছুঁলাম আমি
তোমার দেখানো স্বপ্ন আমার নিজের থেকেও দামী ।

আজকে আমি খুশি, তবু একটা পদক দুরে -
ভাঙ্গা মনের চেতনা আজ একলা বিষাদ সুরে ।
জানি আমি, হয়ত তুমিও আছ  মনের গভীর তলে,
আমার চোখ ভরেছে বিরহ কালের কঠিন অশ্রুজলে ।
চেয়েছি তোমায় আমার মতন করে -
এ হৃদয় মন্দির তোমার, আপনে নিয়েছি গড়ে ।

কিন্তু তুমি অকস্মিতে ছুড়লে বিষ-বাণ,
আহত হয়েছি, তবুও আছে স্বল্প প্রাণ ।
যেখানে আছ, যেমন আছ, থাক তুমি ভালো -
অন্ধকার ঘরের কোণে  নিশার-প্রদীপ জালো ।
চিন্তা আমার হারিয়ে গাছে, চেতনা গাছে দূরে,
আবার আমি হয়েছি একা, নিঃস্ব ভবঘুরে ।।

Tuesday 5 March 2013

শুধু তুমি

ক্লান্ত সমুদ্র আজ চুপ
তোমার মোহে দেখেছি আমি মানুষের অন্য রূপ,
স্বপ্নের জালে জরিয়ে জরিয়ে
অবশেষে আজ আমি বিদ্রুপ |

দেখেছিলাম স্বপ্ন নতুন ভোরের
আলো যেখানে রঙিন হয়েছে তোমার সাজানো ঘরে,
তবু জানিনা এ পৃথিবী বুঝবে কবে
তোমার স্পর্শে চিন্তা পালাবে,
তোমার কোলে লুকাবো আমার মুখ |

তুমি ছিলে মনে

কখনো মিসকল কিংবা কখনো ফেসবুকে সবুজ আলো
নিরাশ মনে আশা জাগালো,
রাতের অন্ধকারে ভুলে গেছি পথ
তবুও নিয়েছি শপথ,
পৌছাতে হবে নদীর শেষ কিনারে
যেখানে দাঁড়ায়ে তোমার শকট |

আজ রুদ্ধ মোর ভাষা, অবরুদ্ধ বাক্
এ মহা দুর্বিপাক,
যদি ভাবো তুমি - হেরে গেছি আমি
এ কলম সোনার চেয়েও দামী,
হারিনি আমি, হারতে শিখিনি
আমার তেজে তুমিই অস্তগামী |

মৃত্যুর সামনে দাঁড়িয়ে ভাবি
এ মন কোন দিকে যাবি,
চকিত দৃষ্টিতে দেখি
কলিকালে ভালোবাসা হয়েছে মেকি,
তবু এই বিশ্বাস পর্বতসম মাথা তুলে থাকে
জানি, স্বর্গে গিয়েও ধান ভাঙে ঢেঁকি |

যখনই এই কলম তুলেছে নত শির
হাজারো মানুষ পাশে করেছে ভিড়,
আমার কলম আঁকে ছবি
আমি নই কোনো বানানো কবি,
জেনে রাখো তুমি ভুলিনি তোমায়
এ কলমে জেগে উঠবে তোমার প্রতিচ্ছবি |